গরম কমায় লোডশেডিং কমলেও মূল সমস্যা কাটেনি

গরম কমার কারণে বিদ্যুতের লোডশেডিং কিছুটা কমলেও মূল সমস্যা রয়েই গেছে। গ্যাস সঙ্কটে শিল্প কারখানা ঠিকমতো চলছে না। নবায়নযোগ্য জ্বালানি টেকসই হলেও তাতে খরচ বেশি। তাই প্রচলিত জ্বালানি দিয়ে কয়েক মাসের মধ্যে চলমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে রাজধানীতে সেমিনারে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

গরমলোডশেডিং