ইংল্যান্ডের জরিমানা, কাটা গেল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট

৫০ ওভারে ২৯৯ রান তুলে ১৮ মাস পর টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর ৭৭ বলে সেঞ্চুরি ও অধিনায়ক বেন স্টোকসের দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ইংলিশরা। দুর্দান্ত জয়ের পর শাস্তিও পেতে হয়েছে ইংলিশদের।

স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ডের। একই সাথে জরিমানা গুনতে হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ।

সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ নম্বরে থাকা ইংলিশদের পয়েন্ট ৪২ হওয়ার কথা, দুই পয়েন্ট কাটা যাওয়ায় তাদের পাশে এখন ৪০ পয়েন্ট। শতাংশে যা ২৫ থেকে কমে ২৩.৮০তে নেমে এসেছে।

আইসিসির কোড অব কন্ডাক্টে ২.২২ ধারার অধীনে খেলোয়াড়দের প্রতি ওভার স্লো রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও ১ পয়েন্ট করে কাটা হয়। ইংল্যান্ড সেখানে দুই ওভার পিছিয়ে ছিল।

মাঠ আম্পায়ার মাইকেল গফ এবং পল রেইফেল, থার্ড আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার মার্টিন স্যাগার্স স্টোকসকে দোষী সাব্যস্ত করে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। স্টোকস তা মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। বেয়ারস্টো ফিরে গেলেও ৭৫ রান এনে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। জয়ের পর ম্যাচের প্রতিটি মিনিটি উপভোগ করার কথা জানিয়েছেন।

‘এ জয় লর্ডস এবং বিশ্বকাপ ফাইনালকে মনে করিয়ে দেয়। ম্যাচের প্রতিটি মিনিট উপভোগ করেছি। এটা মোটামুটি ঠিক ছিল যে আমরা এই ম্যাচটি জিততে চাই। জয়ের জন্য এমন মানসিকতাই আমরা চেয়েছিলাম সব ব্যাটারের কাছে। এটা অসাধারণ।’

বেয়ারস্টোস্টোকস