আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ফেসবুকে এ ঘোষণা দেন।
ফেসবুকে মার্টিনেজ লেখেন, ‘হ্যালো, ভারতীয় উপমহাদেশে আমার প্রথম ভ্রমণ হবে আগামী ৩-৫ জুলাই এবং মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের জন্য প্রধান অতিথি হিসেবে পরিদর্শন, অনেকগুলো অনুষ্ঠান, স্পন্সর এবং সুন্দর খেলার সম্প্রচারের সাথে যুক্ত থাকব।’
বাংলাদেশের দর্শক নিয়ে বাজপাখিখ্যাত গোলরক্ষক বলেন, ‘আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অনেক আর্জেন্টিনার সমর্থক রয়েছে এবং আমি তাদের সাথে সাক্ষাত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শতদ্রু তোমাকে ধন্যবাদ এ উদ্যোগ নেয়ার জন্য। আমি তোমাদের ভালোবাসি।’
বিজ্ঞাপন