বিশ্বজয়ী মার্টিনেজকে ঢাকায় আনার পরিকল্পনা

কোয়ার্টার ফাইনাল-ফাইনালের মঞ্চ তো বটেই, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক গোলবারের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসবেন। তাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করবেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত, ফেসবুকে এমন কথাই জানিয়েছেন শতদ্রু।

শতদ্রুর ফেসবুক পোস্টটি এমন, ‘এমি মার্টিনেজের হৃদয়ে বিশেষ স্থান আছে বাংলাদেশের জন্য, যেমন আছে আর্জেন্টিনার বিশাল ভক্ত-সমর্থক। সুতরাং, একদিনের জন্য তাকে ঢাকায় আনার পরিকল্পনা করছি। বাংলাদেশ… তোমরা প্রস্তুত তো।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গোলবারের নিচে বিশ্বস্ত প্রহরী হিসেবে অসামান্য অবদান রেখেছেন মার্টিনেজ। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় শেষ মুহূর্তে হতে যাওয়া গোল ঠেকিয়েছিলেন। ফাইনালেও একই কাজ করেছেন।

কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে খেলা আলবিসেলেস্তে গোলরক্ষক। আর্জেন্টিনার শিরোপাখরা ঘোচানোর কোপা আমেরিকা জয়েও অগ্রণী ভূমিকায় ছিলেন এমি।

বিজ্ঞাপন

অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাকলকাতাকাতার বিশ্বকাপ-2022ঢাকামার্টিনেজলিড স্পোর্টসশতদ্রু