আমেরিকার সিলিকন ভ্যালির বন্ধ হয়ে যাওয়া ‘সিলিকন ভ্যালি ব্যাংক(এসভিবি)‘ কিনতে আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ আগ্রহের কথা জানান।
এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে প্রকাশ, শুক্রবার (১০ মার্চ) মার্কিন কর্তৃপক্ষ এসভিবি বন্ধ করার ঘোষণা দেয় এবং ব্যাংকটির সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে।
এ বিষয়ে রেজারের প্রধান নির্বাহী মিন লিয়াং টান এক টুইটে বলেন, টুইটারকে এসভিবি কেনা এবং একটি ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করা উচিত। পরে ইলন মাস্ক তার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমি এ সম্পর্কে আলোচনার জন্য প্রস্তুত।
পুঁজি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান ‘সিলিকন ভ্যালি ব্যাংক’। বর্তমানে ব্যাংকটির দায়িত্ব নেবে ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে গত বুধবার ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয় ব্যাংকটি। এতে অনিশ্চিতার আশঙ্কায় পরদিনই আমানতকারীরা ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেন। এর ফলে ব্যাংকের শেয়ারের দাম ৬০ শতাংশ কমে যায়।
আরও পড়ুন:
সিলিকন ভ্যালি ব্যাংকের পতন কীভাবে, কী হবে ফলাফল
বিজ্ঞাপন