নাগরিকদের মধ্যে আস্থা না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়: কৌশিক বসু

মানুষের মাঝে সরকার এবং ক্ষমতায় থাকা রাজনীতিকদের প্রতি যেন অনাস্থা তৈরি না হয়, এ বিষয়টি মনে করিয়ে দিলেন ভারত সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর কৌশিক বসু। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি শাস্ত্রে অধ্যাপনা করা এই অর্থনীতিবিদ বলেছেন, নাগরিকদের মধ্যে আস্থা না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সার্বিকভাবে যেকোন দেশের অগ্রগতিও ধীরে চলে।

আইএমএফঋণডক্টর কৌশিক বসু