সুপার লিগে গাজী নাকি ব্রাদার্স

ক্লাব পর্যায়ের শীর্ষ আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সেরা ছয় দল সুপার লিগে মুখোমুখি হবে ঈদের পর। আয়োজক সূত্রে জানা গেছে বিরতি কাটিয়ে ৩০ এপ্রিল শুরু হতে পারে শেষ ধাপের লড়াই।
তার আগে লিগপর্বের শেষ রাউন্ড আগামী রোববার ও সোমবার অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। ১২টি ক্লাবের অংশ নেওয়া আসরে ছয় দলের মধ্যে পাঁচ দলের সুপার লিগ খেলা নিশ্চিত হয়ে গেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানের মোহামেডান উঠে গেছে সুপার লিগে। ১১ পয়েন্ট নিয়ে তারা টেবিলের পাঁচ নম্বর দল।
ষষ্ঠ ও শেষ দল হিসেবে সুপার লিগে ওঠার দাবিদার গাজী গ্রুপ ক্রিকেটার্স (৯ পয়েন্ট) ও ব্রাদার্স ইউনিয়ন (৮ পয়েন্ট)। শেষ রাউন্ডে ভিন্ন ভিন্ন ম্যাচে তাদের সহজ প্রতিপক্ষ।
দশ রাউন্ড শেষে আবাহনীই আছে শীর্ষে। ৯ জয়ে ১৮ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সমান পয়েন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও। তবে রান রেটে খানিকটা পিছিয়ে তারা। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। আর চার নম্বর অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের পয়েন্ট ১২।

 

প্রিমিয়ার লিগে প্রথমবার উঠেই নেমে যাওয়ার শঙ্কায় ঢাকা লেপার্ডস। রেলিগেশনে খেলা তাদের একরকম নিশ্চিত। একই অবস্থা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। দুটি দলই পয়েন্ট টেবিলে সবচেয়ে তলানীতে।

বিজ্ঞাপন

ডিপিএলমিরপুরলিড স্পোর্টসসুপার লিগ