রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

আবাহনীর টানা শিরোপা জয়ের পথে গত আসরে বাধা হয়ে দাঁড়িয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রানার্সআপ দলটি এক মৌসুম পরই আবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রয়েছে আর দুটি রাউন্ড। ২ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপার সুবাস পাচ্ছে ঐত্যিবাহী ক্লাবটি।

আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। আবাহনী যদি ১০মে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে যায়, আর শেখ জামাল যদি পরের রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারায়, তাহলে ১৩মে মিরপুরে আবাহনী-শেখ জামালের ম্যাচটি হয়ে যাবে ঢাকা লিগের অলিখিত ফাইনাল। যারা জিতবে তারাই হবে মৌসুমের চ্যাম্পিয়ন।

রোববার মাশরাফী বিন মোর্ত্তজার রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে ২৩১ রানের মাঝারি লক্ষ্য আকাশি-নীলরা টপকে যায় ৪০ ওভারে। নাঈম শেখ ৫৬, মাহমুদুল হাসান জয় ৬৭, এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ রান করে। তিনটি উইকেট নেন মুক্তার আলি।

আগে ব্যাট করে চিরাগ জনি ও ইরফান শুক্কুরের ফিফটিতে ৪৭.২ ওভারে আড়াইশর আগেই গুটিয়ে যায় রূপগঞ্জ। অধিনায়ক মাশরাফীর দুই ছক্কা, দুই চারে ২২ বলে ২৬ ও জাওয়াদ করেন ৪৬ রান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষেদিকে দারুণ জমে ওঠা ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩ রানে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজীকে ২০ রানে হারিয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

আবাহনীডিপিএলমিরপুরলিড স্পোর্টসশিরোপাশেখ জামাল