সৃজিত-জয়াদের ‘দশম অবতার’ এর ফার্স্টলুক!

সৃজিতের দুই আলোচিত সিনেমা ‘২২ শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ এর সাথে ‘দশম অবতার’ এর কী কোনো যোগসূত্র আছে? অন্তত এই সিনেমার ফার্স্টলুক পোস্টার যেন সেই ইঙ্গিতকেই উস্কে দিলো।

ঘোষণা দিয়েই বুধবার প্রকাশিত হল সৃজিত মুখার্জীর নতুন ছবি ‘দশম অবতার’ এর ফার্স্টলুক পোস্টার। এমনিতেই এই ছবি নিয়ে প্রতীক্ষায় আছেন বাঙালি দর্শক। একেতো সৃজিত মুখার্জীর ছবি, তার উপর সিনেমায় কাস্টিং করেছেন সব বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী! কে নেই প্রসেনজিৎ থেকে শুরু করে জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তদের প্রথমবার দেখা যাবে একই স্ক্রিনে!

এটাকে তো অনায়াসেই ড্রিম কাস্টিং বলা যায়! হ্যাঁ, এমন তারকা মুখদের নিয়েই সৃজিত শেষ করেছেন ‘দশম অবতার’ এর কাজ। চলছে মুক্তির প্রস্তুতি। আগামি পূজায় প্রেক্ষাগৃহে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

ছবিটিকে বলা হচ্ছে জনপ্রিয় ‘২২শে শ্রাবণ’ এর প্রিক্যুয়াল! যদিও সিনেমার কাহিনী কেমন হবে, এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি সৃজিত। তবে ফার্স্টলুক পোস্টার দেখে দর্শক শুধু ‘২২ শে শ্রাবণ’ নয়, কিছটা ‘দ্বিতীয় পুরুষ’ এর সঙ্গেও যোগসূত্র খুঁজে পেয়েছেন!

শুধু কাস্টিংয়েই নয়, সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম ও ইন্দ্রদীপ দাশগুপ্তের মতোন সংগীত ব্যক্তিত্ব।

৫ বছর আগে সর্বশেষ সৃজিত মুখার্জীর ‘এক যে ছিল রাজা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। এরপর ১০টির বেশী ছবি নির্মাণ করেছেন সৃজিত, অন্যদিকে জয়াও কলকাতার বিভিন্ন নির্মাতার পরিচালনায় প্রায় ডজন খানেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সৃজিত-জয়াকে আর পাওয়া যায়নি একসঙ্গে!

এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবারও সৃজিতের পরিচালনায় জয়াকে পাবেন দর্শক। ফলে শুধু পশ্চিমবঙ্গের দর্শক নয়, সিনেমাটি নিয়ে সমান প্রতীক্ষায় আছেন বাংলাদেশের দর্শকও!

বিজ্ঞাপন

জয়াজয়া আহসানপ্রসেনজিৎফার্স্টলুকলিড বিনোদনসিনেমাসৃজিতসৃজিত মুখার্জী