মন্ত্রীর কাছে ন্যায়বিচার চাইলেন স্টীল বিল্ডিংয়ের দেশীয় উদ্যোক্তারা

পরিকল্পনা মন্ত্রীর কাছে ন্যায়বিচার চাইলেন স্টীল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের দেশীয় উদ্যোক্তারা। সরকারের বড় অবকাঠামো প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার সুযোগের পাশাপাশি বিদেশী ঠিকাদারদের বিনামূল্যে কাঁচামাল আমদানি বন্ধের দাবী জানান তারা। এতে বন্ডের অপব্যবহার কমে সরকারের রাজস্ব বাড়বে, ঘটবে দেশীয় শিল্পের বিকাশ। তাদের আশ্বস্ত করে পরিকল্পনামন্ত্রী বলেছেন, দেশীয় উদ্যোক্তারা যেনো দরপত্রে অংশ নিতে পারে শিগগিরই সেই নির্দেশনা দেয়া হবে।

বিজ্ঞাপন

পাশাপাশিবিদেশী