১০-১৫ দিনের মধ্যে ডলারের দাম কমে আসবে: এবিবি চেয়ারম্যান

আগামী ১০-১৫ দিনের মধ্যে ডলারের দাম কমে আসবে, আশাবাদী ব্যাংকের সিইও এবং এমডিদের সংগঠন, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

ব্র্যাক ব্যাংকের হেড অফিসে সংবাদ সম্মেলনে ব্যাংকটির সিইও বলেন, আন্তঃব্যাংকে লেন-দেন চালুর অনুমতি পেলে বিদেশী মুদ্রার বাজারে অস্থিরতা কমবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্থির হওয়ার মত কোন অবস্থায় আমাদের দেশ যায়নি, আমরা সহজেই এক্সট্রিম কথা-বার্তা বলি, এটা পরিহার করা দরকার, আমরা বিপদজ্জনক কোন সিচুয়েশনে নাই, তবে সাবধান থাকতে হবে।

এবিবি চেয়ারম্যান বলেন, ঋণ পুনঃতফসিল সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনটি ব্যাংকারদের দায়বদ্ধ এবং জবাবদিহি করবে, পৃথিবীর কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃতফসিল করেনা, এটা ব্যাংকারদের কাজ। ৩/৪ মাসের জায়গায় এখন ঋণ পুনঃতফসিল হবে সর্বোচ্চ ৭ দিনে, এতে খেলাপী ঋণ পরিস্থিতি ভালো হবে।

ঋণঋণ পুনঃতফসিলএবিবিডলারডলারের দাম