জানুয়ারিতে ডলার সংকট থাকবে না: গভর্নর

বাংলাদেশ ব্যাংক গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, জানুয়ারির মধ্যে ডলার সংকট ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক জাতীয় সেমিনারে আর্থিক খাতের অবস্থার ওপর বক্তৃতায় গভর্নর এসব কথা বলেন।

এমন কি মূল্য বেশি বা কম দেখিয়ে অর্থ পাঁচারের ইস্যু না থাকলে এলসি খুলতে কোন বাধা নেই বলে মন্তব্য করেন গভর্নর।

আইএমএফ দেশ চালায় না, এদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায়, কাজেই সরকারের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বিদেশীদের কথায় মাতামাতি না করার আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

কোন কোন সংবাদপত্রে উন্নয়ন সহযোগিদের বক্তব্যের ওপর ভর করে অর্থনীতি নিয়ে উদ্বেগের খবর প্রচার করায় উষ্মা প্রকাশ করেন তিনি।

ডলার সংকট