যে নির্মাতাদের কোনো ফ্লপ সিনেমা নেই

বড় বাজেট, চোখ ধাঁধানো স্টারকাস্ট থাকা সত্ত্বেও অনেক ছবি ফ্লপ হয়। প্রতিযোগিতার এই যুগে নির্মাতারা হিমশিম খান দর্শকের মন জোগাতে। তার মাঝেও হলিউড ও বলিউডের কিছু নির্মাতার ঝুলিতে নেই কোনো ফ্লপ সিনেমা। জেনে নেয়া যাক তাদের সম্পর্কে:

অ্যাটলি: এই মুহূর্তে যেই নির্মাতার নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিনি হলেন অ্যাটলি কুমার। ‘জওয়ান’ দিয়ে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। এই নির্মাতার ক্যারিয়ারে নেই কোনো ফ্লপ সিনেমা। এরআগে থেরি, বিগিল এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি।

রাজকুমার হিরানি: এখন পর্যন্ত মাত্র ৫টি সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। প্রতিটিই ব্লকবাস্টার হিট। মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে ও সাঞ্জুর মতো ব্লকবাস্টার সিনেমা তার দখলে। নির্মাতার পরবর্তী ছবি শাহরুখ খান অভিনীত ‘ডানকি’।

করণ জোহর: করণ জোহর প্রযোজিত বেশ কিছু ছবি ব্যর্থ হলেও ফ্লপ হয়নি নির্মাতার পরিচালিত একটি ছবিও।

এসএস রাজামৌলি: রাজামৌলি বর্তমানে একমাত্র ভারতীয় নির্মাতা যার ক্যারিয়ারে আছে দুটি ১০০০ কোটি আয় করা সিনেমা। ‘বাহুবলী’ সিরিজ এবং ‘আরআরআর’ দিয়ে নির্মাতার ক্যারিয়ার এখন তুঙ্গে।

অয়ন মুখার্জি: এই নির্মাতা এখন পর্যন্ত মাত্র তিনটি ছবি তৈরি করেছেন। তিনটিই ব্লকবাস্টার হিট। নির্মাতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মাস্ত্র’।

ক্রিস্টোফার নোলান: হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ মুক্তি পেয়ে পুরো বিশ্বে সাড়া ফেললো কিছুদিন আগেই। এই নির্মাতার ঝুলিতেও নেই কোনো ব্যর্থ সিনেমা। ক্যারিয়ারে ১৭টি ছবি নির্মাণ করেছেন তিনি যার মাঝে একটিও ফ্লপ হয়নি।

মেল গিবসন: অভিনয়ে চড়াই উতরাই পার করতে হলেও সিনেমা নির্মাণে পটু মেল গিবসন। তার সবগুলো ছবিই ব্যবসা সফল।

জেমস ক্যামেরন: ‘টাইটানিক’ খ্যাত এই নির্মাতার কোনো ছবিই বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়নি। গড়ে ৮ বিলিয়ন ডলার করে আয় করে নির্মাতার সিনেমা।

গ্রেটা গারউইগ: এই তালিকায় একমাত্র নারী গ্রেটা গারউইগ। তার প্রতিটি ছবিই সফলতা পেয়েছে। সেই সাথে পেয়েছে সমালোচকের প্রশংসা। নির্মাতার সর্বশেষ ছবি ‘বার্বি’ পুরো বিশ্বে রেকর্ড গড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

অয়ন মুখার্জিঅ্যাটলিএসএস রাজামৌলিকরণ জোহরক্রিস্টোফার নোলানগ্রেটা গারউইগজেমস ক্যামেরনমেল গিবসনরাজকুমার হিরানিলিড বিনোদন