প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নেওয়া, পরে ছেড়ে দিয়ে আবার ধরা এবং মামলা করে কারাগারে পাঠানোর বিষয়ে দু’রকম বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সচিবালয়ে প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মঙ্গলবার মাঝ রাতে মামলা হওয়ার পর তাকে সাভারের বাসা থেকে আটক করা হয়। প্রায় একই সময় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, একাত্তর টিভির রিপোর্টের ভিত্তিতে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে তুলে আনে, পরে ছেড়ে দেয় এবং মামলার ভিত্তিতে আবার আটক করে।
বিজ্ঞাপন