এখনও পলাতক হাজার কোটি টাকার শীর্ষ ১০ ঋণ খেলাপি

এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পলাতক রয়েছেন চট্টগ্রামের শীর্ষ ১০ ঋণ খেলাপি। আইনজীবীদের দাবি, ঋণ আদায়ে ব্যাংকের তৎপরতায় দুর্বলতা, আইনের সীমাবদ্ধতা এবং ঋণ খেলাপির প্রভাব-প্রতিপত্তি এ ক্ষেত্রে দায়ী। বিশেষজ্ঞরা খেলাপি ঋণ আদায়ে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

arrest warrantChittagongdebtThousands of crores of rupeesঋণগ্রেফতারি পরোয়ানাচট্রগ্রামহাজার কোটি টাকা