রাজধানী মিরপুর পল্লবী এলাকা থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, রাশিয়ার পড়াশুনা শেষে দেশে ফিরে বিয়ে করেছিলেন প্রত্যয়। কিছুদিন পর বিচ্ছেদ হয়। পাশাপাশি নিজের চাকরি নিয়েও হতাশার মধ্যে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, নিজেই বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।
বুধবার ২৯ এপ্রিল এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন: লাশ উদ্ধারের সময় হাতে লেখা একটি ‘চিরকুট’ পাওয়া গেছে, যাতে ‘আত্মহত্যার’ কথা বলা হয়েছে। মিরপুর-১২ এর সি ব্লকের একটি ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন: প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। ওই বাসাতে ৬ জন সাবলেট করে থাকতেন, একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। আজকে সকালে তার রুমমেট বেসিনের সামনে দেখেন প্রত্যয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই।
তিনি আরও বলেন, নিহত প্রত্যয় উচ্চ শিক্ষিত, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। তার বাড়ি যশোর জেলায়। শুক্রবার ২৮ এপ্রিল রাতে তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবাকে তিনি বলেছেন বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না, এটিই ছিল বাবার সঙ্গে প্রত্যয়ের শেষ কথা। তাছাড়া প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় বিয়েও করেছেন, সেই স্ত্রীর সঙ্গে এখন যোগাযোগ নেই।
স্বজনরা বলছেন, প্রত্যয়ের মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যার কারণে প্রত্যয় যশোরের উত্তরা ক্লিনিকে চিকিৎসক জিল্লুল কামালের অধীনেও চিকিৎসা নিয়েছেন।
প্রত্যেয়ের এক মামা জানান, প্রত্যয়ের একটু মানসিক সমস্যা ছিল। কিছু দিন আগে সে গ্রামের বাড়ি যশোর আসে। ওই সময় সে বাড়ি থেকে ঢাকায় যেতে চায়নি। জোর করে তাকে ঢাকায় পাঠানো হয়।
ওসি পারভেজ ইসলাম বলেন: আমরা সকল বিষয়গুলো তদন্ত করে দেখছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থলে সিআইডি পুলিশও কাজ করেছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন