চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর বড়কুল কালাসীতার বাড়িতে স্বামী উত্তম বর্মণ (৬২) ও স্ত্রী কাজলী রাণী বর্মণের (৫৫) মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান।
নিহত দম্পতির মেয়ে রিনা রানী বর্মণ জানান, বাবা-মায়ের সাথে কারোর শত্রুতা ছিলোনা। কেনো তাদের হত্যা করা হলো? এর বিচার চাই।
ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে চলছে। চুরির বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তাদের হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, তারা ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার করে দুর্বৃত্তরা। এই বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুব সহসাই গ্রেপ্তার করা হবে।
বিজ্ঞাপন