‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’ চালুর বিষয়টি বাংলাদেশ ব্যাংকে প্রক্রিয়াধীন

‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’ চালু করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা।

রাজধানীর গুলশানে অবস্থিত ডিবিএইচ এর প্রধান কার্যালয়ে সুপারভাইজরি কমিটির সভায় এ বিষয়টি জানানো হয়।

ডিবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদানুযায়ী  ডিবিএইচ ইসলামিক ব্র্যান্ড নামে পূর্ণাঙ্গ শরিয়া’হ সম্মত পদ্ধতি মোতাবেক  ইসলামিক ফাইন্যান্সিং এবং মুদারাবা ডিপোজিট  সংগ্রহের জন্য ‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’ চালু করার বিষয়টি  বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।

শরিয়া’হ সুপারভাইজরি কমিটি এর  প্রথম সভায় ইসলামিক ফাইন্যান্সিং সেবা চালুর লক্ষ্যে ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং এর মুদারাবা  ‍ডিপোজিট ও ফাইন্যান্সিং কার্যক্রম পরিচালনার জন্য প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইনস (পিপিজি) এর অনুমোদন প্রদান করে।

বিজ্ঞাপন

ডিবিএইচডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইংবাংলাদেশ ব্যাংক