ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মেহেরপুর জেলার গাংনীতে একটি ট্রাকের ধাক্কায় আতিয়ার রহমান নামের একজন ৪০ বছর বয়সী বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল (১৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। আতিয়ার রহমান পশ্চিমমালসাদহ টেপিপাড়ার মোঃ আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, আতিয়ার রহমান একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে গাংনী বাজারে আসার পথে পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনের কাছে পৌছালে কুষ্টিয়া এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মৃত্যুসড়ক দুর্ঘটনা