৭ মাস পানির নিচে থাকা জমিগুলোতে চাষাবাদ হয়

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন ব্লকে পতিত ও অনাবাদি জমিতে সর্জন পদ্ধতিতে মাছ, সবজি ও ফল আবাদ করে লাভবান হয়েছেন কৃষক। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ৬ থেকে ৭ মাস পানির নীচে থাকা জমিগুলোই সর্জন পদ্ধতিতে চাষের জন্য নির্বাচন করেন কৃষক। চাঁদপুর থেকে মোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।

কৃষক