আইএমএফ প্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে ওয়াশিংটনের রিটজ কার্লটন হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গভর্নর, অর্থসচিব, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্যদের সাথে নিয়ে এক প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংয়ে আবদুল মোমেন জানান, আইএমএফের এমডি কোভিড পরবর্তীকালীন সময়েও একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অভূতপূর্ব প্রশংসা করে ক্রিস্টালিনা জর্জিয়েভা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া, বাংলাদেশ কয়েক বছরের মধ্যে যে অভাবনীয় উন্নতি করেছে সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

আইএমএফ বাংলাদেশের সঙ্গে আগামীতেও অংশীদারিত্বের জায়গায় একসাথে কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

বিজ্ঞাপন

আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলক্রিস্টালিনা জর্জিয়েভাপ্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রেশেখ হাসিনাসৌজন্য সাক্ষাৎ