সুরকার রীনাত ফওজিয়া এবং ‘ছায়াসঙ্গী’

রীনাত ফওজিয়া। দেশের অনবদ্য এক সেতার বাদক। একটু আলাদা করে বললে নারী সেতার বাদক হিসেবে তিনি আমাদের এক নক্ষত্র। সবার চেয়ে এগিয়েও তিনি। শাস্ত্রীয় ও রাগ সঙ্গীত চর্চায় নিবেদিত এক প্রাণ তিনি। নারী সেতার বাদক হিসেবে সমসাময়িক সময়ে টেলিভিশনে, মঞ্চে, অনুষ্ঠানে তাঁর মতো এত সক্রিয় আর কাউকে চোখে পড়ে না। বরাবরই বাদন নিজস্বতায় তিনি মঞ্চে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রাণবন্ত, উজ্জ্বল এবং অনন্য। শুদ্ধসঙ্গীতের সুরের আবগাহনে দর্শক শ্রোতাদের মন ভরিয়ে দিতে তিনি কখনই কার্পণ্য করেন না। বলতে দ্বিধা নেই মিষ্টি হাসির সাথে তাঁর সেতার বাদনের মূর্ছনার অপরুপতা তুলনাহীন।

রীনাত ফওজিয়া বরাবরই অন্তমুখী এবং প্রচারবিমুখ এক শিল্পী। অনেকটাই নীরবে, সংগোপনে সেতার ঝংকার তুলতে ভালোবাসেন। কত শত অনুষ্ঠানে যে তিনি সেতার বাজিয়েছেন তাঁর শেষ নেই। তাঁর রক্তে সঙ্গীতের ধারা প্রবাহমান জন্মগতভাবেই। বাবা ও মা-দুকূলের বনেদী সব সঙ্গীতজ্ঞের মাঝে তিনিও প্রস্ফুটিত এক সুরভিত ফুল। তাঁর দাদা ওস্তাদ আয়াত আলী খাঁ। সেতার ও সুরবাহারে যিনি ছিলেন জগদ্বিখ্যাত। আবার মা, খালা সবাইই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। বাবা মোবারক হোসেন খানও ছিলেন সঙ্গীতজ্ঞ ও লেখক।

অন্তমুখী এবং প্রচারবিমুখ রীনাত ফওজিয়া এবার খানিকটা প্রচারের আলোয় এসেছেন তিনি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সতীর্থ তাহেরা আফরোজের কথায় এবং তাঁর সুরে ‘ছায়াসঙ্গী’ শিরোনামে একটি গান এসেছে। নারী দিবসে গানটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়। গানের শুরুটা এরকম ‘ওগো ছায়াসঙ্গী, ছায়ার মতো সাথে মিশে রও’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন সম্পর্কে রীনাত ফওজিয়ার আপন খালা। অনেকদিন ধরেই এই কিংবদন্তী কণ্ঠশিল্পী স্বকণ্ঠে নতুন কোনো গান ধারণ করা থেকে বিরত ছিলেন। কিন্তু বিষয়ভিত্তিক এই গানটি গেয়েছেন আপন মনের মাধুরী মিশিয়ে।

গানটির মূল কনসেপ্ট হিসেবে বলা হয়েছে এভাবে- প্রতিটি মানুষের জীবনে অনুপ্রেরণা হিসেবে থাকে তাঁর একান্ত আপন একজন। সারাদিনের কর্মব্যস্ততায় ছায়ার মতো জড়িয়ে থাকে সেই মানুষটি। সেই একান্ত আপন মানুষকে সারাক্ষণ কাছে প্রত্যাশা করলেও না পাওয়ার শুন্যতা রয়ে যায় মন জুড়ে। এমনই বিষয়বস্ত নিয়ে রচিত এই গান। গানটির সঙ্গীতায়োজনে রয়েছেন এজাজ ফারাহ।

গানটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুরকার রীনাত ফওজিয়া। তিনি নিয়মিত গান সুর করেন না। অন্তর যখন সাঁয় দেয় তখনই করেন। এবার নারী দিবসের আগেই সহকর্মী তাহেরা আফরোজকে তিনি গান লিখতে উদ্ধুদ্ধ করেন। তাহের আফরোজ এই সময়ের প্রতিভাবন এক কবি। নিয়মিত কবিতা লেখেন। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজে অধ্যাপনার সাথে জড়িত। তাঁর কবিতায় ছন্দ মাধুর্যতা দেখে রিনাত ফওজিয়ার তাঁকে গান লিখতে ভীষণ উদ্ধুদ্ধ করেন। এই ধ্রুপদ সুরের গানটিতে রিনাত ফওজিয়া নিজেই সেতার বাজিয়েছেন।

রীনাত ফওজিয়া জানান গানটিতে তিনি রাগেশ্রীর ছায়া ব্যবহার করেছেন। করেছেন। গানের সুরটি তাই ব্যতিক্রম। গানটি সুর করার পর খালা সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়াবেন বলে তিনি সিদ্ধান্ত নেন। সেভাবেই তাঁর কাছে বিনয়ের সাথে প্রস্তাবনা দেন। এরপর খালার কিছু ছোটখাটো শর্তকে মেনে গানটি রেকর্ড করেন রাজধানীর মাইটিভি স্টুডিওতে। ওখানে কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন টানা তিন ঘণ্টা সময় দিয়ে গান দুটি রেকর্ড করেন। এই গানটিতে খালা সাবিনা ইয়াসমিন কণ্ঠ দেওয়ায় তাঁর প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিনাত ফওজিয়া।
অধ্যাপক রীনাত ফওজিয়া শখের সুরকার। কোনো কমার্শিয়াল গানে সুর করেন না। কেবলই গানের বাণী পছন্দ হলে সুর করতে উদ্ধুদ্ধ হন। প্রতিবছরই তাঁর সুরের গান রিলিজ হচ্ছে। তবে এবারের গানটি করে নিজে বেশ সন্তুষ্ট। বলেন, ‘আগেও বেশ কিছু গানে সুর করেছি। কিন্তু এবারের অনুভূতি এবং তৃপ্তিটা আলাদা। প্রতিদিনই গানটির ভিউ বাড়ছে। সবার কাছ থেকে ভালো কমেন্ট পাচ্ছি। খুব ভালো লাগছে যে শ্রোতাদের কাছে একটু অন্যরকম সুরের গান উপহার দিতে পেরেছি।’

৯৬ সালে রীনাত ফওজিয়া প্রথম গানে সুর করেন। ‘বসন্তেরই গানে গানে মন মেতেছে আজ’Ñতাঁর সুরের এই গানটি গেয়েছিলেন ছেলে তাহসিন খান। এরপর খালাতো বোন বাঁধনের যে বছর ‘রাগ অনুরাগ’ নামে অ্যালবাম বের হয় সেখানেও তাঁর লেখা ও সুরে ‘চাঁদ তুমি বড় বেশি ক্লান্ত’ শিরোনামের এই গানটি ছিল। এ ছাড়াও সুর করেছিলেন সুফী আসমার আলীর লেখা ‘বেশতো ছিল মিষ্টি মধুর’ এই গানটি। আর অন্যসব গানে সেতারে বাজিয়েছিলেন বাগেশ্রী, মিশ্র ভৈরবী, কিরওয়ানি, যোগ ও নটভৈরবী। মাঝে মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার লেখা ‘তোমাকে এত ভালো লাগে’ শিরোনামের একটি গানেও তিনি সুর করেছিলেন। কিন্তু ‘ছায়াসঙ্গী গানটি তাঁকে বড় বেশি বিমোহিত করেছে। আর তাইতো বলেছেন এবারের সুরের মাঝে আরও ডুবে যাবেন। আরও নতুন নতুন গানে সুর করবেন। নারী সুরকার হিসেবে রীনাত ফওজিয়া যে অন্যদেরকে অনুপ্রাণিত করবেন এতে কোনো সন্দেহ নেই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

 

 

 

বিজ্ঞাপন

ছায়াসঙ্গীরীনাত ফওজিয়াসেতার বাদক