‘পারি না’ বলেও বাংলায় অনেককিছুই বললেন রিজওয়ান

‘আমি উর্দুতে কথা বলব। কারণ বাংলা পারি না। শুধু এটা পারি- কেমন আছো? আমি ভালো আছি। অবশ্য বাংলা শেখার চেষ্টা করছি। ভালো আছি, কেমন আছো, ভালো খুব ভালো…।’

মিরপুরে একাডেমি মাঠে কথা শুরুর আগে সাংবাদিকদের বলছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। ইংরেজিতে করা প্রশ্নের জবাব ইংরেজিতেই দিয়েছেন তিনি।

চট্টগ্রাম পর্ব থেকেই কুমিল্লা দলে আছেন রিজওয়ান। এ ওপেনার ব্যাটিংও করছেন দারুণ। রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে সকালে ঢাকায় এসেছিলেন। পরে দুপুরেই চট্টগ্রামে এসে খেলেন প্রথম ম্যাচ। ঢাকা থেকে চট্টগ্রাম যান হেলিকপ্টারে। টসের আগে পৌঁছান মাঠে। যদিও ওই ম্যাচে রান করতে পারেননি।

পরের ম্যাচগুলোতে ছিলেন ধারাবাহিক। কুমিল্লা দলকে পরিবারের মতো মনে হচ্ছে রিজওয়ানের।

‘বিপিএলে আমি আত্মবিশ্বাসী। কুমিল্লা আমাকে অনেক দিচ্ছে। আমরা একটি পরিবারের মতো। শুধু আমি না, সব খেলোয়াড়ের কাছেই কুমিল্লা পরিবারের মতো। মাঠে পারফর্ম করলে সবারই ভালো লাগে, আত্মবিশ্বাসী লাগে।’

পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার নাসিম শাহ যোগ দিয়েছেন কুমিল্লা দলে। পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে দলটি। শনিবার মধ্যরাতে এসে রোববার দুপুরে মিরপুরে অনুশীলনে যোগ দিয়েছেন গতিতারকা।

‘(নাসিম) তাকে বলেছি- এই দলটা পরিবারের মতো। বিপিএল হোক, এসএ-২০ বা অন্য যেকোনো লিগ, দলকে মনে করতে হবে পরিবার। নাসিম আমার জাতীয় দল সতীর্থ। জাতীয় দলেও আমাদের দারুণ কম্বিনেশন। দুজন আবার একই শহরের। আমার ও নাসিমের মধ্যে বোঝাপড়াও ভালো। আমরা দুজনে মিলে কুমিল্লাকে জেতাতে পারব।’

বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে রিজওয়ান বললেন, ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। একইসাথে আমিও ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়।’

‘আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানোর বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করি।’

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সনাসিমবিপিএল-২০২৩বিসিবিরিজওয়ানলিড স্পোর্টস