হ্যাটট্রিক হারের পর হ্যাটট্রিক জয় কুমিল্লার

টানা তিন ম্যাচ হেরে এবারের বিপিএল শুরুর পর টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকও করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়েছে ইমরুল-লিটনদের কুমিল্লা।

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। গত ম্যাচে দুর্দান্ত করা লিটন দাস প্রথম ওভারে শূন্য রানে সাজঘরে ফেরেন। পরে আসরের দ্রুততম ফিফটি তুলে নেন পাকিস্তানের খুশদিল শাহ। ২৪ বলে ৬৪ করে থামেন, ৭ চার ও ৫ ছয়ে ইনিংস সাজিয়ে, ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ইমরুল কায়েস ৩৩ রান করেন। ৪ উইকেট হারিয়ে ১৮৪ সংগ্রহ দাঁড় করায়য় কুমিল্লার।

ঢাকার তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট না হারালেও ১৫৪ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। সর্বোচ্চ রান অধিনায়ক নাসির হোসেনের ব্যাটে। ৪৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি, ৭ চার ও ২ ছয়ে। মোহাম্মদ মিথুন ৩৬ ও আরিফুল হক ২৪ রান করেন।

হাসান আলী, তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

হার দিয়ে এবারের আসরের যাত্রা করেছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। মিরপুর পর্বে তারা রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের কাছে ধরাশায়ী হয়। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শেষে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে খেলা শুরুর ১০ মিনিট আগে হেলিকপ্টারে উড়িয়ে আনলেও অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি, হারে ফরচুন বরিশালের কাছে।

চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম জয়ের দেখা পায়। মাশরাফীর অপ্রতিরোধ্য সিলেটের বিপক্ষে আসে তাদের পরের জয়টি।

এই জয়ে দুই ম্যাচ কম খেলা রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলে কুমিল্লা। তাদের পয়েন্ট ৬। দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। সিলেট ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকা ডমিনেটর্সবিপিএল-২০২৩বিসিবিলিটনলিড স্পোর্টস