নেই তামিম, প্রথমবার টেস্ট দলে জাকির

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ওয়ানডে দল

এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জেতার পর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ওয়ানডে দল। একই সময়ে টেস্টের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে একদিনের সিরিজে না থাকা তামিম ইকবালকে সাদা পোশাকের প্রথম ম্যাচেও পাচ্ছে না টাইগার দল। প্রথমবার জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান।

রোহিত শর্মার দলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর সফরের প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও প্রথম টেস্ট খেলতে টাইগাররা এখন বন্দরনগরীতে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটিতে দ্বিতীয় ম্যাচটি মিরপুরে, শুরু হবে ২২ ডিসেম্বর।

সাকিব আল হাসানের অধিনায়কত্বে অভিষেকের অপেক্ষায় থাকবেন নভেম্বরে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলা জাকির। প্রথম শ্রেণির ক্রিকেটে চল্লিশের উপর গড় ব্যাট করছেন ২৪ বর্ষী বাঁহাতি ব্যাটার। ৬৮ ম্যাচে ১০৪ ইনিংসে সংগ্রহ ৪,০৬৯ রান। ১৩টি শতক হাঁকানো ব্যাটারের রয়েছে সর্বোচ্চ ২১৩ রানের ইনিংস।

রোহিত-কোহলিদের বিপক্ষে টাইগার দলে পেস আক্রমণে চোটাক্রান্ত তাসকিন আহমেদ-সহ আছেন আরও চার পেসার। স্পিনে অধিনায়ক সাকিবের সঙ্গে হাত ঘোরাবেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের প্রথম টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টজাকিরতামিমবাংলাদেশ -ভারত সিরিজরোহিতলিড স্পোর্টসসাকিব