চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, রোববার নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। বিকাল সাড়ে ৫ টায় খবর পেয়ে ডুবুরি ও স্পেশাল রেসকিউ টিম রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিল।

সোমবার সকালে ঘরের সামনের নালাতে ওই শিশুটির মরদেহ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামশিশুর মরদেহ উদ্ধার