ঈদের চতুর্থ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অমানুষ’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও মিথিলা। এছাড়াও আরও অভিনয় করেছেন নওশাবা আহমেদ, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

টেলিফিল্ম
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মণ্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক টেলিফিল্ম ‘নায়ক’। রচনা মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

নাটক
নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ।

‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

অপূর্বঅমানুষআরশ খানচ্যানেল আইজাকিয়া বারী মমজাহিদ হাসানজিয়াউল হক কিসলুতারিক স্বপনতৌহিদা তাসনিন তিফানওশাবা আহমেদনিরবমাইমুনা মমমিথিলামিশা সওদাগরমৌসুমী মৌরাশেদ মামুন অপুরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসজলসাবিলা নূর