বিরতির আগ মুহূর্তে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। চাপ সামালে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে ফেরে সিটিজেন দলটি। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২৩-২৪ মৌসুমের গ্রুপপর্বে মঙ্গলবার রাতে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো ম্যাচে চারটি বড় সুযোগের সঙ্গে দুবার শট নিয়েছেন পোস্টে। হালান্ডকে প্রতিরোধে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকের কৃতিত্বও রয়েছে।
২৩ বর্ষী হালান্ডের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার সমবয়সী ফরোয়ার্ড বিশ্বজয়ী আলভারেজ। ৪৫ মিনিটে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে তিনি সমতায় ফেরান। ৪৭ মিনিটে হালান্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।
৬০ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলকে ২-১ গোলে এগিয়ে নেন আলভারেজ। এর কিছু সময় পর ফোডেনের অ্যাসিস্ট থেকে রদ্রি বল জালে জড়ালে ৩-১ ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
একই গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়েছে আরবি লেইপজিগ।
বিজ্ঞাপন