চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে গ্রুপ ‘এফ’কে বলা হচ্ছে সবচেয়ে কঠিন। গ্রুপ অব ডেথে পড়া ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি আসরে নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শুরুটা ভালোই করেছে। লক্ষ্যভেদ করেছেন কাইলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমি।
পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ডি বক্সের ভেতর নিকলাস সুলের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ৪৯ মিনিটে লক্ষ্যভেদ করেন এমবাপে। ৫৮ মিনিটে ভিতিনহার পাসে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি।
নতুন মৌসুমে পিএসজির কোচের দায়িত্ব পাওয়া লুইস এনরিকে দলের জয়ে নিজের সন্তুষ্টির কথা জানান। বললেন, ‘আমি সবচেয়ে বেশি কী পছন্দ করেছি? আমরা ধারাবাহিক ছিলাম। এটা পরিষ্কার যে পুরো খেলায় খেলোয়াড়রা সবাই সম্পূর্ণভাবে গ্যাসভর্তি ছিলাম। পুরো খেলায় আমরা আরও ভালো খেলেছিলাম।’
‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আক্রমণে যাওয়া ও সুযোগ তৈরি করা। বল দখল করতে পারার জন্য আমরা ম্যাচ জিতেছি।’
‘এফ’ গ্রুপের আরেক খেলায় এসি মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড।
বিজ্ঞাপন