বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৮ জুলাই) চট্টগ্রামে লিভার কেয়ার সোসাইটির এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে প্রায় সাড়ে ৩২ কোটি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত। প্রতিবছর এ রোগে মারা যায় প্রায় ১৩ লক্ষ লোক।
আমাদের দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্যি, আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না।
লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন। আরও বক্তৃতা করেন অধ্যাপক ডাক্তার আলোক কুমার রাহা, সমাজ সেবার উপপরিচালক মো. ফরিদুল আলম, চসিক প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, ডাক্তার তারেক শামসসহ অন্যরা।
এর আগে সচেতনতামূলক বর্ণাঢ্য একটি র্যালী বের করা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানের সহয়তা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানী লিমিটেডসহ কয়েকটি ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন