মার্টিনেজের উদযাপন নিয়ে মেসিকে তিরস্কার উয়েফা সভাপতির

বিশ্বকাপ ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের আচরণ ও উদ্‌যাপন নিয়ে ছিল অনেক বির্তক। এমনকি বুয়েনস এইরেসে ছাদখোলা গাড়িতে করা উদ্‌যাপন নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। এবার মার্টিনেজের-কাণ্ডের সমালোচনা করেছেন উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন। পাশাপাশি তিরস্কার করেছেন মেসির ভূমিকা নিয়েও। 

‘মেসিয়ানিকো’ নামক একটি বইতে আর্জেন্টাইন অধিনায়ককে তিরস্কার করে বলেছেন, ‘মেসির উচিত ছিল মার্টিনেজকে থামানো। তাকে বলা উচিত ছিল এটি করা বন্ধ করতে। কিছু সম্মান দেখানোর জন্য হলেও। শেষ পর্যন্ত মেসিকে সারা বছর এমবাপ্পের সঙ্গে খেলতে হয়।’

‘পেনাল্টিতে মার্টিনেজের আচরণ দেখলে আপনি অনেক কিছু বুঝবেন। আমি বুঝতে পারি না, কেন সে এমবাপ্পেকে নিয়ে মজা করবে। পুতুল নিয়ে যা করেছে, এসব মোটেই খেলোয়াড়সুলভ আচরণে পড়ে না; এটা আদিম।’

‘বিষয়টি আমি একেবারেই পছন্দ করতে পারিনি। বিশ্বকাপ জেতার পর উচিত ছিল কিছুটা উদারতা দেখানো। এটা দেখানো যে আপনি আদিম নন। আপনি গোলরক্ষক হিসেবে নিখুঁত হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে নন।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনাউয়েফাকাতার বিশ্বকাপমার্টিনেজমেসিলিড স্পোর্টসসেফেরিন