কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। ঈদের দিন কানাডার স্থানীয় সময় শনিবার আনুমানিক ভোররাত তিনটায় কানাডার অটোয়া হাইওয়ে ১৭৪ এবং এর ৪১৭ এর বিভক্তিকরণের চত্বরে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই যাত্রী আসিফ সৈয়দ নিহত হন।
গাড়ীর চালক চাচাতো ভাই নওশাদ সৈয়দকে গুরুতর অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিরত অবস্থায় ছিল। নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। নিহতের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায়।
উল্লেখ্য নিহত আসিফ বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এর ভাগ্নে।
আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন