ক্লাব ফুটবলে বার্সেলোনা অধ্যায় শেষ করে ফেললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ও বার্সা অধিনায়ক সার্জিও বুসকেটস। মায়োর্কার বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলে ন্যু ক্যাম্পের ৯০,০০০ দর্শকের সামনে বিদায় নিয়েছেন আবেগাপ্লুত বুসকেটস। বলেছেন, ‘বার্সেলোনায় স্বপ্নপূরণ হয়েছে।’
বিদায়ী ম্যাচে ন্যু ক্যাম্পে আবেগঘন বক্তব্য দিয়েছেন বুসকেটস। কোচ, সতীর্থ, স্টাফ, দর্শক এবং বাবা-মাকে ধন্যবাদ জানান। বলেছেন, ‘এতবছর ধরে যেসব খেলোয়াড় আমার সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন, তাদের ধন্যবাদ। আপনারা যারা দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এখানে খেলতে পারা আনন্দের। আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে খুশি করেছেন।’
ছোটবেলার স্বপ্নের কথা টেনে বুসকেটস বলেছেন, ‘যখন ছোট ছিলাম, এই স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখতাম। আজ এখানে ইতি টেনে দিলাম, কারণ আবারও আমরা বিশ্বের সেরা স্টেডিয়াম পাবো। আমরা বিশ্বের সেরা ক্লাব, আমাদের আছে সেরা খেলোয়াড় এবং সেরা দর্শক।’
‘এখানে খেলা দেখতে এসেছি, সেগুলো টিভিতেও দেখেছি, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছি এবং বিশ্বের সেরা ক্লাব হওয়ার গৌরব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি একজন সদস্য, একজন দর্শকও। এখন ছেড়ে যাচ্ছি, কিন্তু যে স্বপ্ন ছোটবেলায় দেখেছিলাম, সেটা পূরণ হয়েছে এবং বাস্তবতারও উন্নতি হয়েছে।’
‘এখানে আসতে পেরে, এতগুলো ট্রফি জিততে পেরে এবং এখানকার গুরুত্বপূর্ণ সদস্য হতে পারায় ক্লাব আমার হৃদয়ে গেঁথে আছে। অবশেষে, এটাই বলতে চাই, এটা আমার বিদায় নয়, খুব দ্রুত আবারও দেখা হবে।’
২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সার্জিও বুসকেটস বার্সেলোনার হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি, ৩টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৯টি স্প্যানিশ চ্যাম্পিয়ন ট্রফি, ৩টি উয়েফা সুপার কাপ, ৭টি স্প্যানিশ সুপার কাপ এবং ৭টি স্প্যানিশ কাপ জিতেছেন।
বিজ্ঞাপন