আন্দোলনের নামে কোন প্রকার জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় সংবিধান লংঘন করে স্বাধীনতা বিরোধীরা বারবার ক্ষমতা দখল করায় দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।
সোমবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দেয়া হচ্ছে। গত বছর থেকে এই পদকের নাম বদলে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক করা হয়।
এবছর প্রশাসনের ২৮ জন কর্মকর্তা এবং দুটি সরকারি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা।
আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সকলকে সচেতন থাকতে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক নানা সংকটেও দেশের অগ্রযাত্রা থেমে নেই। স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
বিজ্ঞাপন