বাজেট অনাথ, আইএমএফ তার পালক পিতা: ড. দেবপ্রিয়

বাজেটকে অনাথ আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ-কে ওই বাজেটের পালক পিতা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটে আইএমএফ-এর নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অর্থনীতিতে বৈষম্য আরো বাড়বে বলেও আশঙ্কা তার। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন, বাজেট প্রণয়নে আইএমএফ কোনো ফ্যাক্টর নয়। নিজেদের প্রয়োজন অনুযায়ী সরকার বাজেট তৈরি করছে।

অর্থনীতিবিদআইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যবাজেট