মঙ্গলবার সন্ধ্যায় বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটির কেতাবি নাম দ্বিতীয় কোয়ালিফায়ার হলেও ম্যাচটি আসলে সেমিফাইনালই। ১৪ ফেব্রুয়ারি কেবল একটি ম্যাচ থাকায় টিকিটের দাম কমেছে। সর্বনিম্ন ১০০ টাকায় উপভোগ করা যাবে মাশরাফী-সোহানদের লড়াই। তবে ফাইনালের টিকিটের দাম বাড়তে পারে।
গতকালের দুটি ম্যাচ এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা। লিগ পর্বের ম্যাচগুলিতে টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা (পূর্ব গ্যালারি)। অন্যান্য গ্যালারির টিকিটের দামও বেশ বাড়ানো হয়েছিল।
তবে মঙ্গলবার এক ম্যাচের রাতে টিকিটের দাম ভালোই কমানো হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে দিতে হবে ১ হাজার টাকা। এক দিন আগে যা ছিল আগে যা ছিল ২ হাজার টাকা। উইকেট সোজা দুই প্রান্তের ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ থেকে কমে হয়েছে ৩০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য গুণতে হবে ২০০ টাকা। লিগ পর্বে যা ছিল ৩০০ টাকা।
এছাড়া খোলা আকাশের নিচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ১০০ টাকায়। গত দুই ম্যাচের দিন যা ছিল ৩০০ টাকা। আর লিগ পর্বে ২০০ টাকায় বিক্রি হয়েছে টিকিট।
দুপুরে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে নুরুল হাসান সোহানের রংপুর। ১৬ ফেব্রুয়ারি হবে শিরোপার লড়াই।
বিজ্ঞাপন