বিপিএল মাতাতে আবার আসছেন ইফতিখার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডাকে বিপিএল অধ্যায় শেষ করে দেশে ফিরে যান ইফতিখার আহমেদ। তবে আবার আসছেন এ ব্যাটার। মিরপুরে ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলবেন, জানিয়েছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

মঙ্গলবার বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। দুই দলেরই ১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট। মুখোমুখি দেখায় যে দল জিতবে, এগিয়ে যাবে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করার পথে।

বরিশালের সাফল্যের পেছনে ইফতিখার রেখেছেন বড় অবদান। ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছেন ৩৪৭ রান। শুক্রবার বিপিএলে নিজের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস।

তাতে দুইশ কাছাকাছি পুঁজি পেয়ে বরিশাল সহজে হারায় খুলনাকে। ওই রাতেই পাকিস্তান রওনা হন মিডলঅর্ডার ব্যাটার।

ওমরাহ পালন করতে বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান সৌদি আরব গেলেও ফিরে আসবেন ম্যাচের আগেই। ৬ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন টাইগার অলরাউন্ডার।

বিজ্ঞাপন

ইফতিখারকুমিল্লা ভিক্টোরিয়ান্সপাকিস্তানফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস