রানে শীর্ষে শান্ত, সেরা ১০-এর ৮’ই দেশি

বিপিএলের নবম আসর

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে বিপিএলের পর্দা নেমেছে বৃহস্পতিবার। টি-টুয়েন্টির চার-ছক্কার আসরে দলীয় সাফল্য-ব্যর্থতার পিঠে ব্যাটার-বোলারদের ব্যক্তিগত অর্জন ছুঁয়েছে নানা মাত্রা। ব্যাটিংয়ে যেমন ছিল দেশিদের দাপট, অনেক পারফরম্যান্সও ছিল নজরকাড়া।

রানার্সআপ সিলেটের নাজমুল হোসেন শান্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ৫১৬ রান করেছেন। ৪ ফিফটি নামের পাশে, সর্বোচ্চ অপরাজিত ৮৯ রানের পিঠে স্ট্রাইকরেট ১১৬.৭৪। এবারের আসরে একমাত্র ও সব আসর মিলিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মৌসুমে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।

রান সংগ্রাহকের দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্সের রনি তালুকদার, ১৩ ম্যাচে ৩৫.৪১ গড়ে ৪ ফিফটিসহ ৪২৫ রান করেছেন। সর্বোচ্চ ৬৭ রানের পাশাপাশি তার স্ট্রাইকরেট ১২৯.১৭।

বিপিএলে নজরকাড়া ব্যাটিং পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয় সেরা তিনে আছেন। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার ১৩ ম্যাচে ৩৬.৬৩ গড়ে ৪০৩ রান করেছেন। ৫ ফিফটির পাশে, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৫ রানের, স্ট্রাইকরেট ১৪০.৪১।

চারে লিটন দাস। চ্যাম্পিয়ন কুমিল্লার ওপেনার ৩১.৫৮ গড়ে তুলেছেন ৩৭৯ রান। ১৩ ম্যাচে ৩ ফিফটিতে সর্বোচ্চ ৭০ রানের সঙ্গে স্ট্রাইকরেট ১২৯.৩৫।

পাঁচে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার ১৩ ম্যাচে করেছেন ৩৭৫ রান। সেরা ইনিংসটি অপরাজিত ৮৯ রানের। ফিফটি ৩টি, গড় ৪১.৬৬। স্ট্রাইকরেট তাক লাগিয়ে দেয়া, ১৭৪.৪১।

ক্যারিয়ার পুনরুদ্ধার অভিযানে বেশ সফল নাসির হোসেনের ব্যাট এবারের বিপিএলে হেসেছে। সেরা রান সংগ্রাহকের তালিকার ছয়ে ঢাকা ডমিনেটর্স অধিনায়ক। ১২ ম্যাচে ৩৬৬ রান করেছেন, ফিফটি দুটি। ৪৫.৭৫ গড়ের সঙ্গে তার স্ট্রাইকরেট ১২০.০০।

সাতে সিলেটের আরেক ব্যাটার মুশফিকুর রহিম। ১৫ ম্যাচে নামের পাশে ৩৫৭ রান। সেরা ইনিংসটি অপরাজিত ৭৪ রানের। দুই ফিফটিতে ৩৯.৬৬ গড়ে রান তুলেছেন। স্ট্রাইকরেট ১৩২.৭১।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান আছেন আটে। ১০ ম্যাচে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসের সাথে ৪ ফিফটিতে ৩৫১ রান তুলেছেন কুমিল্লায় খেলা তারকা। গড় ৫০.১৪। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রানের দেখা পেয়েছেন।

এরপর আছেন ইফতিখার আহমেদ। বরিশালের হয়ে ১১ ম্যাচে স্বদেশী রিজওয়ানের সমান ৩৫১ রান তুলেছেন। ৫৮.৫০ গড়ে, স্ট্রাইকরেট ১৫৭.৩৯। তিন ফিফটির পাশাপাশি টুর্নামেন্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা। সেরা ইনিংসটি অপরাজিত ১০০ রানের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আফিফ হোসেন ধ্রুব ১২ ম্যাচে ৩৪৪ রান নিয়ে দশে। ২ ফিফটি তার, সেরা অপরাজিত ৬৯। ৩৮.২২ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ১২৮.৩৫।

বিজ্ঞাপন

বিপিএল-২০২৩রনিলিড স্পোর্টসশান্তহৃদয়