টানা তিন ম্যাচ জিতল সাকিবের বরিশাল

চট্টগ্রাম থেকে: ব্যাট হাতে ‍দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে ফরচুন বরিশাল ১২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে হারের হ্যাটট্রিক করেছে গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ তে থামে কুমিল্লা। খুশদিল শাহ ৪৩ রানে অপরাজিত থাকেন। ২৭ বলের ইনিংসে ছক্কা হাঁকান চারটি। ৩ ওভারে ১১ রানে একটি উইকেট নেন সাকিব।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে বরিশাল।

বরিশাল অধিনায়ক সাকিব ৮১ রানে অপরাজিত থাকেন। ৪৫ বলে ৮টি চার ও ৪টি ছয়ে সাজান ইনিংসটি। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া চতুরাঙা ডি সিলভা ২১ ও এনামুল হক বিজয় করেন ২০ রান।

কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভির ইসলাম একাই নেন চার উইকেট। ৪ ওভারে দেন ৩৩ রান।

ম্যাচ শুরুর আগে কুমিল্লা দলে যোগ দেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। করাচিতে আগের রাতে নিউজিল্যান্ডের ম্যাচ খেলে ঢাকা পৌঁছান সকাল দশটার দিকে। সাকিবদের বিপক্ষে ম্যাচ ধরতে হেলিকপ্টারে চড়ে টসের খানিক আগে পৌঁছান মাঠে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সক্রিকেটফরচুন বরিশালবিপিএল-২০২৩বিসিবিলিটনলিড স্পোর্টসসাকিব