৫০০ রানের মাইলফলকে শুধুই শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে নামার আগে পাঁচশ থেকে ৪৮ রান দূরে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে ফিফটি করে আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে মাইলফলকটি ছুঁলেন সিলেট স্ট্রাইকার্স ওপেনার।

শান্ত ম্যাচ খেলেছেন ১৫টি। যার মধ্যে ফিফটি চারটি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৯ রানের। বিপিএলের সব আসর মিলিয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে পাঁচশর কীর্তি গড়লেন শান্ত।

এবারের বিপিএলে শান্ত ছাড়া পাঁচশ রান করতে পারেননি আর কেউ। চারশ পেরিয়েছেন দুজন। রংপুর রাইডার্সের রনি তালুকদার ( ১৩ ম্যাচে ৪২৫ রান) ও সিলেটের তৌহিদ হৃদয় (১৩ ম্যাচে ৪০৩ রান)।

মিরপুরে বৃহস্পতিবার ফাইনালে রানের খাতা খোলার আগেই আউট হন হৃদয়। শান্তর ব্যাটে ভর করে ছুটছে সিলেট। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার দলের সংগ্রহ ৭৯ রান।

আজও তিন নম্বরে নেমেছিলেন সিলেট অধিনায়ক। সফল হতে পারেননি। ১ রান করে মাশরাফী আউট হন আন্দ্রে রাসেলের বলে।

বিজ্ঞাপন

কুমিল্লাবিপিএল-২০২৩বিসিবিমাশরাফীলিড স্পোর্টসশান্তসিলেট