বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ১৯৫ রানের বড় লক্ষ্যে নেমে দেড়শ পেরিয়ে থামে শাই হোপের দল। ইয়াসির আলি ৩৮ বলে ৬০ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। ৪ উইকেট নেন বরিশালের পেসার করিম জানাত।
দশ ম্যাচে বরিশালের জয় সাতটিতে। ১৪ পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের পরেই তাদের অবস্থান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে খুলনা। কঠিন চ্যালেঞ্জে লড়তে গিয়ে শুরুতেই উড়ে যায় তামিম ইকবালের স্টাম্প। ১ রান করে বোল্ড হন মোহাম্মদ ওয়াসিমের বলে। তারপর আর লড়াইয়ে ফিরতে পারেনি খুলনা।
২৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক শাই হোপ। ২৪ বলে ২৪ রান করেন নাহিদুল ইসলাম। খালেদ আহমেদ দুটি, সাকিব ও ওয়াসিম নেন একটি করে উইকেট।
ছুটির দুপুরে দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে স্টেডিয়াম। ব্যাট হাতে ঝড় তুলে গ্যালারি মাতান ইফতিখার আহমেদ। তিনটি করে চার-ছয়ে খেলেন ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতে বরিশাল পায় দুইশর কাছাকাছি সংগ্রহ।
ইফতিখার ছাড়া ফিফটির দেখা পাননি অন্য কেউ। তাতে অবশ্য থামেনি রানের মিছিল। খুলনার বিপক্ষে দল হয়ে লড়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বরিশাল তোলে ১৯৪ রান। যে কয়জন ক্রিজে আসেন সবাই রাখেন কম-বেশি অবদান।
অধিনায়ক সাকিবের ব্যাটে আসে ২১ বলে ৩৬ রান। শুরুতে এনামুল হক বিজয় করে যান ৭ বলে ১২ রান।
অন্য ওপেনার ফজলে মাহমুদ রাব্বি ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভীতের উপর দাঁড় করান। ইব্রাহিম জাদরান করেন ২৩ বলে ২৩ রান। শেষে ইফতিখারের সঙ্গে দ্রুত রান তোলার লড়াইয়ে সফল হন করিম জানাত। ৮ বলে ১৬ রান করে আউট হন। ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সিলেট পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বটি শুরু হল শুক্রবার। বাকিসব ম্যাচই হবে মিরপুরে। হোম অব ক্রিকেটে বিপিএল ফেরার ম্যাচে রান উৎসবে মাতল বরিশাল।
খুলনার পল মেকেরন দুটি, নাহিদুল ইসলাম ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।
বিজ্ঞাপন