ইমরুল পারেননি, লড়ছেন লিটন

ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের দেয়া ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে রানরেটে ভালো শুরু পেলেও ২ উইকেট হারিয়ে বসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নবম আসরের শিরোপায় চোখ রেখে শুরুতেই ফিরে গেছেন সুনীল নারিন (১০) ও অধিনায়ক ইমরুল কায়েস ২ রান করে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে কুমিল্লা। লিটন দাস ১৭ বলে ২৭ রান ও জনসন চার্লস ১১ বলে ৯ রানে উইকেটে আছেন।

সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে সিলেট। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে লড়াকু পুঁজি পায় দলটি।

ওপেনার শান্ত ৪৫ বলে ৬৪ রান করেন ৯ চার ও এক ছয়ে। মুশফিক ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন, ৩ ছয় আর ৫ চারে।

ফাইনালবিপিএল-২০২৩মাশরাফীলিটনলিড স্পোর্টস