বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় যে হামলা ও গ্রেফতার হয়েছে তার প্রতিবাদে আগামী ৩১ জুলাই সোমবার সারাদেশে ‘জনসমাবেশ’ করবে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ নিজেরাই পুলিশের ওপর হামলা চালিয়ে ও গাড়িতে আগুন জ্বালিয়ে বিএনপিকে দোষারোপ করছে।
বিজ্ঞাপন