সরকার পতনের একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে রোডমার্চ করেছে বিএনপি। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের এ রোডমার্চের যাত্রাপথে ৫ টি স্থানে পথসভা করে বিএনপি। এসময় নেতারা বলেছেন, দেশে বিদেশে কোথাও এই সরকারের প্রতি সমর্থন নেই। এবার আর একতরফা নির্বাচন করতে দেয়া হবেনা। শান্তিপূর্ণ কর্মসুচিতে দাবি আদায় না হলে প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নেতারা।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) একদফা আন্দোলনের তৃতীয় দিনে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চে অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবার বিএনপির ডু অর ডাই আন্দোলন। গণবিরোধী সরকারকে হটাতে যা যা করা দরকার তাই করা হবে। প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচি দেব।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। শুধু দেশের মানুষ নয় বর্তমান সরকারের ওপর বিদেশিদেরও আস্থা নেই।
বিজ্ঞাপন