রাজশাহীতে সমাবেশের তিন দিন আগেই বিএনপি নেতাকর্মীদের ভিড়

রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আজ থেকেই বহু নেতাকর্মী ঐতিহাসিক মাদরাসা মাঠের আশপাশে এসে অবস্থান নিয়েছে। তাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। মাঠ পরিদর্শন শেষে বিএনপির এই দুই নেতা সংবাদিকদের বলেন, বিএনপির গণসমাবেশে লোকজনের উপস্থিতি কমানোর চক্রান্ত হিসেবে সরকারের ইঙ্গিতে পরিবহন মালিক শ্রমিকদের নামে ধর্মঘট ডাকা হয়েছে। তবে সব বাধা উপেক্ষা করে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম হবে বলে দাবি করেন তারা।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে আট দফা শর্ত দিয়ে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তিন দিন আগেই রাজশাহীতে আসতে শুরু করে। ধর্মঘট ও পুলিশের বাধার কারণে অনেকে ৩০ কিলোমিটার পায়ে হেটে এসে অবস্থান নিয়েছে জনসভাস্থলের পাশের ঈদগাহ মাঠে।

বৃহস্পতিবার দুপুরে তাদের জন্য মাঠের মধ্যেই রান্নার আয়োজন করা হয়। পুলিশের নিষেধাজ্ঞার কারণে তারো জনসভাস্থলের মাঠে প্রবেশ করতে না পেরে পাশের ইদগাহ মাঠে আশ্রয় নেয়। সেখানে তাদের জন্য অস্থায়ী প্যান্ডেল বানিয়ে থাকার ব্যবস্থা করে বিএনপি।

মহিলা নেতাকর্মীদের খোঁজ খবর নেন স্থানীয় মহিলা নেতৃবৃন্দ।

এছাড়া অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছে পদ্মার নদীর তীরের শহর রক্ষা বাঁধে খোলা আকাশের নীচে। নিজ নিজ এলাকার নেতাদের উদ্যোগে তাদের কর্মী-সমর্থকদের জন্য রান্নার আয়োজন করা হয়।

বিএনপি নেতাকর্মীরাজশাহী