ধ্বংস করা ছাড়া বিএনপি কিছুই দিতে পারে না: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত এদেশের মানুষকে কী দিয়েছে, সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংস করা ছাড়া বিএনপি কিছুই দিতে পারে না।

বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে।

সমুদ্রের নগরী পরিণত হয়েছিলো এক জনসমূদ্রে। বঙ্গোপসাগরের নীল জলরাশি যেমন তীরে এসে আঁছড়ে পরে, ছয় বছর পর বঙ্গবন্ধু কন্যার আগমণে তেমনি মানুষের স্রোত এসে সমাবেত হয়েছিলো কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে।

করোনার অচলায়তনে দীর্ঘ সময় সবকিছু স্থবির হয়ে থাকার পর প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত ছিলো তেমনি উত্তপ্ত রাজনীতির মাঠে চেষ্টা ছিলো দলীয় শক্তি আর অবস্থান জানান দেয়া।

প্রধান অতিথির বক্তৃতায়, পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে জানে। বঙ্গবন্ধু কন্যা যতদিন আছেন ততদিন এদেশের মানুষকে কষ্ট করতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি আরও বলেন: বক্তব্যের একবারে শেষের দিকে গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়, নৌকায় ভোট দিন।রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় যেসব দেশ, তাদের সেখানে পাঠাতে সরকার সুযোগ সৃষ্টি করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা স্থলে পৌঁছে ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনা