নরসিংদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বাইসাইকেল র‍্যালি

‘তামাক ও মাদকমুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ এই প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী বাইসাইকেল র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত থাকার বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় মনোহরদী পৌরসভা।

এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

নিজে মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন বলে বলছেন আয়োজকরা। এছাড়া এ আয়োজনে যুবসমাজকে শরীর চর্চার গুরুত্বও তুলে ধরা হয়।

উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ হাজার মানুষ বাইসাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেন।

আলোচনায় মনোহরদী পৌরসভার মেয়র মো. আমিনুর রশিদ সুজন তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের ভিশন দ্রুত বাস্তবায়ন করতে হলে দেশের যুবসমাজকে সুস্থ সবল ও শারীরিক দক্ষতাসম্পন্ন করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের পাশাপাশি প্রত্যেকের অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

নরসিংদীমনোহরদী