অজয়ের ‘ভোলা’র জন্য ৪ হাজার স্ক্রিন বরাদ্দ!

অজয়ের ‘দৃশ্যম টু’ এর সাফল্যের পর আগামী ৩০ মার্চ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা যাবে টাবুকে। অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনার দায়িত্বেও থাকছেন অজয়।

জানা গেছে, ভারতের ৪ হাজার স্ক্রিনে প্রদর্শন হবে এই ছবি। যেখানে থ্রিডি ও টুডি ভার্সনে দেখা যাবে ছবিটি। ইতোমধ্যে যার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

মূলত ছবিটি মুক্তির ২ সপ্তাহ আগে গত রবিবার থেকেই এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) পর্যন্ত যা বেশ ভালো পরিমাণ টিকেট বিক্রি করতে পেরেছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, অগ্রিম টিকেট বাবদ ছবিটি ৩৫-৪০ হাজার টিকেট বিক্রি করতে পারবে!

একই সঙ্গে ‘কাইথি’র জনপ্রিয়তা এবং ছবিটি অজয় অভিনীত হওয়ায় এর বক্স অফিস আয়ও বেশ ভালো হবে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

আসন্ন ‘ভোলা’ ছাড়াও এর আগে ‘ইউ, মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন অজয়। সেদিক থেকে অভিনেতার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে।

ছবিটির প্রযোজনায় থাকছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।

সূত্র: পিঙ্কভিলা 

অজয় দেবগণকাইথিতামিলবলিউডভোলাহিন্দি রিমেক