বিসিবি সভাপতিকে খোঁচা দিয়ে যা বললেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে না পারা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এ ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান ব্যাখ্যা করেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।

জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলার জন্য বিদেশে না পাঠানোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার কথাও জানান বাফুফে সভাপতি। তার ভাষ্য, ‘কেন আমি যোগাযোগ করিনি সেই কথাও শুনতে হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয় কত টাকা লাগবে এখনই বলো। আমি বলেছি, এখন টাকা দিলেও পাঠাতে পারব না।’

সালাউদ্দিনের এ কথার প্রেক্ষিতে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন ?

প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বিসিবি সভাপতিকে খানিকটা খোচা দিয়ে বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত আছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

অলিম্পিক বাছাই-২০২৪এএফসিপাপনবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দলবিসিবিলিড স্পোর্টসসালাউদ্দিন