রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার ৭০ বছর পেরিয়েছে। ৫১ বছর আগে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা ও ভূমির স্বাধীকার প্রতিষ্ঠার এত বছর পর রাষ্ট্রভাষা আন্দোলন কি এখনও প্রাসঙ্গিক? ভাষাবিদরা বলছেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেলেও এখনও রাষ্ট্রের ভাষা হয়ে উঠতে পারেনি বাংলা। বিভিন্ন ক্ষেত্রে এখনও চরম অবহেলার শিকার হচ্ছে রক্ত দিয়ে অর্জন করা মায়ের ভাষা, বাংলা। লায়লা নওশিনের রিপোর্ট।
বিজ্ঞাপন